ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


যেভাবে গ্রেপ্তার হলেন দুই সিনিয়র সাংবাদিক

redtimes.com,bd
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ণ
যেভাবে গ্রেপ্তার হলেন দুই সিনিয়র সাংবাদিক

সৌমিত্র দেব 

তারা এ দেশের দুজন সিনিয়র সাংবাদিক। মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ।
তারা অযোগ্য ছিলেন, অশিক্ষিত ছিলেন এমন কথা কখনো শুনি নি । তারা প্রধানমন্ত্রীর প্রিয়ভাজন ছিলেন । এটা কোন দোষ নয় । অতীতেও সকল রাষ্ট্র প্রধানের এ রকম প্রিয় সাংবাদিক ছিলেন। তারা দলীয় কোন পদে ছিলেন কি না জানি না । থাকতেও পারেন। অতীতে অনেক সাংবাদিক রাজনীতি করেছেন । সরাসরি দল ও করেছেন। মাওলানা আকরাম খাঁ ,আবুল মনসুর আহমদ, শহীদুল্লাহ কায়সার, নির্মল সেন, আনোয়ার জাহিদ, এনায়েত উল্লাহ খান, কাজী সিরাজ, রেজোয়ান সিদ্দিকী কে না সাংবাদিকতার পাশাপাশি দল করেছেন? সাংবাদিকদের জন্য কোন রাজনীতি সমর্থন করা বা দল করা তো কবীরা গোনাহ নয় । তারা প্রধানমন্ত্রীর কাছে গেছেন , কিন্তু নিজেদের পেশাকে ভুলে গিয়ে তাঁর গুণ গানে মত্ত হয়েছেন । ক্ষমতাকে প্রশ্ন করার জায়গা থেকে সরে গেছেন । এতে করে তারা সমালোচিত হয়েছেন । নিন্দিত হয়েছেন । কিন্তু এর অর্থ এই নয় যে, ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদেরকে নাজেহাল করতে হবে। তারা যদি কোন অপরাধ করে থাকেন , দুর্নীতি করে থাকেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাঁদের নামে , তাহলে অবশ্যই আইনের আওতায় নেয়া যাবে । কিন্তু অকারণে গ্রেপ্তার নাটক সাজিয়ে সাংবাদিকদের অপদস্ত করাটা ঠিক হবে না । একজন সাংবাদিক হিসেবে আমরা আশা করবো কোন সরকারের আমলেই যেন সাংবাদিকতা পেশাকে কলংকিত করার অপচেষ্টা না হয় ।
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ স্থানীয়দের হাতে আটক চার জন পুলিশ হেফাজতে রয়েছেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন , আজ সোমবার সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। এরপর তারা পুলিশে খবর দেয়।
আটক অপর দুজন হলেন—একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেটকারচালক সেলিম।
ওসি বলেন, তাদের চার জন ধোবাউড়া-পূর্বধলা সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে আটক হন। বর্তমানে তারা থানায় পুলিশ হেফাজতে আছেন।
তিনি আরও বলেন, ‘তারা সবাই সুস্থ আছেন। থানায় এসপি স্যার, সার্কেল এসপি স্যার এসেছেন। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031