১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭
স্পোর্টস ডেস্ক :
লিওলেন মেসি ও লুইস সুয়ারেজের নৈপুণ্যে শক্ত প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে কোপা ডেল রের ফাইনালে এক পা দিয়ে রাখল লুইস এনরিকের শিষ্যরা।
প্রথম লেগে সফরকারী হিসেবে খেলার ৭ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় বার্সাকে এগিয়ে দেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। মাঝমাঠ থেকে হাভিয়ের মাসচেরানোর বাড়ানো পাস ধরে দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে অ্যাতলেটিকো গোলরক্ষক মিগুয়েল ময়াকে পরাস্ত করেন সুয়ারেজ।
এরপর ৩৩ মিনিটে ব্যবধান ২-০ করেন মেসি। ২৫ গজ দূর থেকে তার বাম-পায়ের জোরালো শট প্রতিপক্ষের জাল কাঁপায়।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অ্যান্থনি গ্রিজম্যান গোল করে অ্যাতলেটিকোকে ম্যাচে ফেরানোর সম্ভাবনা জাগান। নিখুঁত এক ফ্রি-কিক গডিনের মাথা ছুঁয়ে ব্যাকপোস্টে দাঁড়ানো গ্রিজম্যানের কাছে গেলে তা থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
শেষদিকে দু’দলই একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। এর মধ্যে মেসির একটি ফ্রি-কিক রুখে দেন অ্যাতলেটিকো গোলরক্ষক। শেষ পর্যন্ত বার্সার ডিফেন্স অ্যাতলেটিকোর চেষ্টাকে ব্যর্থ করে দিলে জয় নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।
প্রথম লেগে স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে থাকায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে সুবিধা পাবে বার্সা। ওইদিন ১-০ গোলের হার বা ড্র করলেই দুই লেগ মিলে কোপা ডেল রের ফাইনালে ওঠে যাবে বার্সেলোনা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com