ঢাকা ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


যেভাবে যুক্তরাজ্যের মেয়র সিলেটের নাজমা

redtimes.com,bd
প্রকাশিত মে ১৯, ২০২৩, ১২:২১ অপরাহ্ণ
যেভাবে যুক্তরাজ্যের মেয়র সিলেটের নাজমা

 

আজিজুল আম্বিয়া , যুক্তরাজ্য থেকে :

যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলে মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান।

বৃহস্পতিবার (১৮ মে) তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে তিনি ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। আগামী এক বছরের জন্য কেমডেন কাউন্সিলের মেয়রের দায়িত্ব পালন করবেন নাজমা।
গতবছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন সিলেটের মেয়ে নাজমা রহমান।
নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।
নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

উল্লেখ্য নাজমা রহমান সিলেট সিটি করপোরেনের টানা চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031