ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে শেষ টি২০-তে হেরে সিরিজ হেরেছে সফরকারী ইংল্যান্ড। প্রথম টি২০-তে হেরে ভালো করার ইঙ্গিত দিলেও পরের দুটিই হেরেছে তারা।
শেষ টি২০তে বুধবার রাতে ভারতের কাছে বাজেভাবে হেরেছে ইংলিশরা। ভারতের ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৭ রানেই অলআউট হযেছে মর্গ্যান বাহিনী।
জাসপ্রিত বুমরা ও চাহালের বোলিং তোপে ইংল্যান্ড শেষ ৮ রানে তাদের ৮ উইকেট হারায়।
বেঙ্গালুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০২ রান করে ভারত। দলের পক্ষে সুরেশ রায়না ৬৩, মহেন্দ্র সিং ধোনি ৫৬, যুবরাজ সিং ২৭ এবং লোকেশ রাহুল ২২ রান করেন।
জবাব দিতে নেমে বুমরা ও চাহালের বোলিং তোপে ১৬ দশমিক ৩ ওভারে ১২৭ রানেই অলআউট হয় ইংল্যান্ড। ১১৯ রানে ইংল্যান্ডের তৃতীয় উইকেট পড়ার পর ১২৭ রানে অলআউট হয় ইংলিশরা।
শেষ ৮ রানে ৮ উইকেটের পতনের ফলে ৭৫ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয় সফরকারীদের। ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৩২, জো রুট ৪২ এবং ইয়ন মর্গ্যান ৪০ রান করেন।
ভারতের স্পিনার চাহাল ৬টি, বুমরা ৩টি এবং অমিত মিশ্র ১টি উইকেট লাভ করেন।
ভিডিও দেখুনঃ
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com