এসবিএন স্পোর্টস ডেস্ক: বুধবার পর্দা উঠেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের। চলবে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রথম দিনেই বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সবমিলিয়ে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের ৮টি ভেন্যুতে।
খেলা দেখাবে বাংলাদেশের ২টি চ্যানেলসহ মোট ৫টি চ্যানেল। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট যুব বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে।
বিটিভিতেও সম্প্রচার করা হবে। তবে শুধুমাত্র বাংলাদেশের ম্যাচগুলো। এছাড়া সেমিফাইনাল ও ফাইনালও সম্প্রচার করা হবে বিটিভিতে।
এ ছাড়া যুব বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১, সুপার স্পোর্টস-২ ও স্কাই স্পোর্টস-২ চ্যানেল।
উল্লেখ্য প্রত্যেকটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
সংবাদটি শেয়ার করুন