টাইমস নিউজ
নিরাপত্তার কারণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানার কার্যক্রম গতকাল রাত থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের সহকারী কমিশনার শামসুল ইসলাম নয়ন।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা কদমতলী থানার অপারেশনাল কার্যক্রম সাময়িক সময়ের জন্য যাত্রাবাড়ি থানায় স্থানান্তর করেছি। নিরাপত্তার কারণ দেখিয়ে এই থানার কার্যক্রম বন্ধ রেখেছি।
এর আগে গতকাল রোববার সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ওসিসহ ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।
সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে কয়েকশ লোক মারা যান। আহত হন হাজার হাজার মানুষ। গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি।
আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার পদত্যাগ করে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com