ক্যামেলিয়া আহমেদ
আসন্ন প্রলয়ের জন্য প্রস্তুত থেকো তোমরা!
খড়গ হাতে আমিও দাঁড়িয়ে যাবো
যে কোন দিন,যে কোন সময়ে
মনোভাব বুঝলে না,কতটা অনুকূলে ছিলাম
আনুগত্য মানে এই নয়,যে
জবান,সত্বা সব চলে যাবে কোশাগারে !
যদি তাই হয়,তবে স্বাধীন শব্দটিকে মুছে ফেলে দাও
অভিধান হতে!
আর সেই সব আত্মদানকারীরা নিশ্চিহ্ন হয়ে যাক
ইতিহাসের পাতা হতে!
যারা স্বাধীনতার জন্যে,মুখের ভাষার জন্যে
সুস্থ জীবনের জন্যে করেছিলো পণ,যুদ্ধ
ঈর্ষা কোনকালেই মঙ্গল বয়ে আনে না
পারে না কোন সম্পর্কের শিখরে যেতে
ঈর্ষার আস্ফালনকে আমি খন্ডে বিখন্ডে চূড়মাড় করি
আমি আমাকে স্পষ্ট করে তুলি
প্রস্তুত থাকি সত্য প্রতিষ্ঠায়
যেখানে স্বপ্ন,সত্বা সুরক্ষিত নয়
সে জায়গা পরিত্যক্ত হয়েই পরে থাক
অসাধু ভাবনার কাছে আমি পরাজিত নই!
তছনছ হয়ে যাবে আসমান জমিন
তবু জেনো, এটি সত্য প্রতিষ্ঠার বর্ম
আসন্ন প্রলয়ের জন্য প্রস্তুত থেকো তোমরা!
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com