১৮ই জানুয়ারি ২০২১ ইং | ৪ঠা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৬
এসবিএন ডেস্ক: থাকেন তারা ভারতে। তো কী হল, এই তারাই যখন তখন যেতে পারেন মায়ানমারে। চোরাপথে, লুকিয়ে চুরিয়ে নয়। প্রকাশ্যেই সীমান্ত অতিক্রম করতে পারেন।
এ জন্য আলাদা করে কোন ভিসারও প্রয়োজন পড়ে না এ গ্রামের বাসিন্দাদের। গরু গাছে চড়ার মতো অলীক গল্প বলে মনে হলেও, ষোল আনার ওপর আঠারো আনা সত্যি ঘটনা।
আজব এ গ্রামের নাম লৌঙ্গা, নাগাল্যান্ডের এক গ্রাম। এখানে কোন্যাক উপজাতির বাস। এ গ্রামের অর্ধেকটা ভারতে, বাকি অর্ধেক মায়ানমারের অংশ। যে কারণে এই গ্রামের বাসিন্দাদের রয়েছে দ্বৈত নাগরিকত্ব।
উপজাতিদের যিনি রাজা, তার প্রাসাদের সামনে দিয়েই গিয়েছে দু’দেশের বিভাজন রেখা, অর্থাৎ সীমান্ত।
রাজার নাম অঙ্গ নগোবাঙ্গ। সব মিলিয়ে ৭৫টি গ্রাম নিয়ে তার রাজত্ব। যেহেতু, তার প্রাসাদ ছুঁয়ে সীমান্ত গিয়েছে, তাই রাজপরিবারের সদস্যদের খেতে হয় মায়ানমারের দিকে, শুতে হয় ভারতের দিকে।
এই রাজার পরিবার খুব ছোট নয়। শুধু রানীর সংখ্যাই ৬০! না, ছাপার ভুল নয়। এক রাজপুত্র রয়েছেন মায়ানমার সেনাবাহিনীতে।
শুধু এই রাজপরিবার নয়, রাজার প্রাসাদ যেখানে, সেই গোটা লৌঙ্গা গ্রামের সবাই পেয়েছেন দ্বৈত নাগরিকত্ব। দু’দেশেই অবাধ গতিবিধি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766