শেলী সেনগুপ্তা
তোমার সাথে যেদিন
আকাশটা ভাগ করে নিলাম
সেদিন থেকে শুরু একটা যৌথ গল্পের,
বিবসনা মেঘ আকাশ হারিয়ে
চিঠি দেয় নীল খামে
বিষন্ন নদীটাও জলোচ্ছ্বাসে
ভাসায়
মাটির পঙ্কিলতা!
আমরা এখন বেহুলার বাসরে
তুমি কখনোই লখিন্দর নও!
পুনরাবৃত্তিরহিত কাহিনীর
ঈশ্বর যখন দ্বাররক্ষী,
তখন তুমি খুঁটছো
আমার চিবুকের লাল তিল!
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com