১৭ই এপ্রিল ২০২১ ইং | ৪ঠা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭
বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের বাসিন্দা। ইদানিং বলিউডের স্ক্রিনে তেমনটা দেখা যায় না তাকে। সম্প্রতি ভারতে ছুটি কাটিয়ে গেছেন প্রিয়াঙ্কা। আর তখনই বেশ কিছু ছবির চিত্রনাট্য পড়েছেন। সব কিছু ঠিক থাকলে এ বার হয়তো শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।
সূত্রের খবর, পরিচালক সঞ্জয় লীলা বানসালীর ‘গুস্তাখি’ ছবিতে কাজ করবেন শাহরুখ- প্রিয়াঙ্কা। সাহির লুধিয়ানভির বায়োপিকের ওপর লেখা হয়েছে চিত্রনাট্য। একজন যৌনকর্মীর জীবনকে তুলে ধরা হবে ছবিতে। প্রিয়াঙ্কাকেও সম্ভবত দেখা যাবে এক যৌনকর্মীর চরিত্রে।
প্রথমে নাকি এই চরিত্রের জন্যে রানি মুখার্জীকে অফার করেছিলেন পরিচালক। তিনি রাজি না হওয়ায় ভাবা হয় প্রিয়াঙ্কার কথা। তবে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। চিত্রনাট্য তার ভাল লেগেছে। ডেট দিতে পারলে সই করবেন এই ছবিতে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766