আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জোটগত নির্বাচন করলে তা যে জোটই হোক না কেন রংপুর অঞ্চলের ২২টি আসন নিজেদের হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
১৮ নভেম্বর শনিবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট নাবিলা ফারাহ বিদ্যা নিকেতনে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন আশংকা কাজ করছে সাধারন মানুষের মাঝে। রাজনৈতিক প্রক্রিয়ায় কোন শৃঙ্খলা নেই।
চাপারহাটে নাবিলা ফারাহ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সমাজকল্যান সম্পাদক রোকন উদ্দিন বাবুল, জাতীয় পার্টির কালীগঞ্জ উপজেলা সভাপতি নাজির হোসেন, বিদ্যা নিকেতনের পরিচালক এম শামসুজ্জামান সবুজ, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সহ:অধ্যাপক আব্দুস ছামাদ, প্রভাষক কামাল হোসেন, মোসলেহ উদ্দিন লিটন, প্রভাষক হাফিজ উদ্দিন, প্রভাষক ওমর ফারুক সহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com