প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০১৭, ১০:১৮ পূর্বাহ্ণ
রাজধানীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলি নিহত-২
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলছেন, শুক্রবার ভোরের দিকে আফতাবনগরের শেষ মাথায় ওই ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পক্ষ থেকে থানায় জানানো হয়েছে। “সেখানে গোলাগুলিতে দুই যুবক আহত হয়েছে বলে ডিবি আমাদের খবর দেয়। পরে আমরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।” ঢাকার আফতাবনগর এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছে।
সেখানে কী ঘটেছিল জানতে চাইলে ওসি বলেন, “ডিবি পুলিশ এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।” নিহত দুই যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি বাড্ডা থানা পুলিশ। তবে তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “বাড্ডা থানার এসআই আবদুল কাদের ওই দুই যুবককে হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।”
নিহত দুই যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com