ঢাকা ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


রাজধানীতে ট্রাকচাপায় সাংবাদিক আবদুল্লাহ ফারুক নিহত

abdul
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৫, ০৫:৪৮ পূর্বাহ্ণ
রাজধানীতে ট্রাকচাপায় সাংবাদিক আবদুল্লাহ ফারুক নিহত

এসবিএন ডেস্ক:

রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় দৈনিক কালের কণ্ঠের সাবেক প্রধান প্রতিবেদক আব্দুল্লাহ আল ফারুক (৫০) নিহত হয়েছেন। আজ শনিবার দিনগত রাত ১টার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হলসংলগ্ন রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত সাংবাদিকের শ্যালক আখলাক রহমান ডাক্তারের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, রাতে আনোয়ার হোসেন নামে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাংবাদিক ফারুক পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা।

তিনি মোহাম্মাদপুর তাজমহল রোড, হাউজ নম্বর ৩০/১৯, ব্লক ‘সি’তে পরিবার নিয়ে বসবাস করছিলেন। সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক কালের কণ্ঠ, সমকাল, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আজকের পত্রিকায় কর্মরত ছিলেন তিনি। আর দুই বছর আগে কালের কণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের মরদেহ মোহাম্মদপুর তাজমহল রোডের বাসায় নেওয়া হয়েছে। সেখান থেকে তাঁর মরদেহ ঢাকা রিপোটার্স ইউনিটিতে নেওয়া হবে। এরপর জানাজা শেষে মরদেহ জাতীয় প্রেসক্লাবে রাখা হবে। পরে সেখানে জানাজা শেষে পাবনায় নিজ জেলায় মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930