রেডটাইমস নিউজ ডেস্কঃ
রাজধানীর পোস্তগোলার পূর্ব জুরাইনে একটি চিপসের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার (৮ জুন) রাত ১১টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে খবর পাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে তিনটি ইউনিট শুরু করলেও পরে ৬টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে।
সংবাদটি শেয়ার করুন