আমি কি বলে করিব নিবেদন …বাণী প্রধান এই গানে যেন কন্ঠের সবটুকু মাধুর্য ঢেলে দিলেন মুন্না দত্ত ।
সুরের মূর্ছনায় হলরুমে সৃষ্টি হলো এক মোহনীয় পরিবেশের ।
নিউ ইয়র্ক প্রবাসী এই শিল্পী গতকাল সন্ধ্যায় গান করেছেন রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যাশালা মঞ্চে ।
বঙ্গবন্ধুর ভাবনায় বিশ্বশান্তি , রবীন্দ্র ও নজরুল প্রসঙ্গ শীর্ষক
বঙ্গীয় আয়োজিত এই অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন সাবেক সচিব আজিজুর রহমান আজিজ ।
অনুষ্ঠান উদ্বোধন করেন মাহবুব উল আলম হানিফ এম পি ।
মুন্না দত্ত সংস্কৃতি জগতে এখন পরিচিত এক নাম । নিউ ইয়র্ক প্রবাসী হওয়ায় রাজধানী ঢাকায় তার পরিচিতি কিছুটা কম । দেশে থাকলে সিলেট বেতারে নিয়মিত গান করেন ।
স্বামী স্থপতি অলক দত্ত ,দুই মেয়ে তুহিনা দত্ত ও তুলসী দত্ত ও ছেলে ত্রিজিত দত্ত মাহীকে নিয়ে তার সুখের সংসার ।মনসা মঙ্গলের প্রখ্যাত কবি ষষ্টিবর দত্তের বংশধর তার স্বামী । সিলেট শহরে চোউহাট্টায় তার পৈতৃক নিবাস । বেড়ে উঠেছেন সেখানেই ।
সংবাদটি শেয়ার করুন