২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮
মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় দুই তরুনীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।
সোমবার (২৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ডেউরবন গ্রামে একই ঘরের মধ্যে এই দুই তরুনীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে রাজনগর থানায় নিয়ে আসে পুলিশ ।
নিহতরা হলো,পাঁচগাঁও ইউনিয়নের ডেউরবন গ্রামের হীরেন্দ্র নমশুদ্রের মেয়ে রুপনা (১২),ও সুনিল নমশুদ্রের মেয়ে মনিকা (১৪)।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, দুপুর ২টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে দুই তরুণী ঝুলন্ত মৃতদেহ । এসময় মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ রাজনগর থানায় নিয়ে আসে । তিনি বলেন, নিহত দুই তরুনী সম্পর্কে একজন আরেকজনের আপন খুড়তুতো বোন। শ্যামল বণিক আরো বলেন, প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছি এটি আত্নহত্যা, বিস্তারিত পরে জানা সম্ভব হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766