২৬শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
কপিল দেব রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে রাজনগর বাজারের কেন্দ্রীয় সড়কের উপর এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার -রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ এমপি বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনেও এই উপজেলার মানুষ বঙ্গবন্ধুকে এই আসন উপহার দিয়েছিল। রাজনগরের নৌকায় বিপুল ভোট দিয়ে বারবার প্রমাণ করেছে এই মৌলভীবাজার-রাজনগর আসন শেখ হাসিনার দূর্গ।আগামী নির্বাচনেওে ঐক্যবদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এই আসন শেখ হাসিনাকে উপহার দেয়া হবে। আওয়ামী লীগ সরকারেরর উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হবে। আবারও প্রমাণ হবে এই আসন আওয়ামীলীগের ঘাঁটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মিছবাহুর রহমান।
রাজনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান আনছারী মনাই ও সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত, সহ-সভাতি মাহমুদুর রহমান, আওয়ামী লীগ নেতা বশারত আলী, ফরজান আহমদ, আতাউর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগসহ দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সিলেট বিভাগের সংগীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ’ রাজনগরে উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। সম্মেলনের ৩ বছর পর এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে আজাদ মিয়া চৌধুরী (ঈমানী মিয়া) কে সভাপতি এবং মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২০১৯ সালের ৭ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়াকে সভাপতি ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি দেয়া হয়েছিল।
পরবর্তীতে ২০২১ সালের ২৪ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভাপতির আলহাজ¦ মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া মৃত্যুবরণ করলে সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়নে কাজ করে আসছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতির আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া মৃত্যুবরণ করায় সভাপতির শূণ্য পদ পূরণ সহ সাংগঠনিক কাজে গতিশীলতা আনতে আগামী সংসদ নির্বাাচনের আগেই জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। দলীয় প্যাডে ২০২১ সালের ২৭ মে তারিখ উল্লেখ করা হলেও মঙ্গলবার ১৩ ডিসেম্বর রাতে এই কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে বিভিন্ন পদে অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সহ সভাপতি আব্দুল ওয়াহিদ বাচ্চু, জহিরুল ইসলাম মুয়ুুব, ফয়ছল আহমদ, বীর মুক্তিযোদ্ধা ছয়ফুল আলম, ফজলু খাঁন, আজিজুর রহমান খাঁন (তছকির), মাহমুদুর রহমান, জহিরুল ইসলাম, ফরজান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক- বদরুল হোসেন, সাহেদুজ্জামান আনছারী মনাই, ছালেক মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বনমালী নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মুহিম দে মধু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ওবায়দুর রহমান ডিপলু, দপ্তর সম্পাদক আনকার খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কমরু, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার বখত, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ পাবলু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোহেল আহমদ (কামারচাক), শ্রম সম্পাদক শ্যামলাল কালোয়ার মুকুজিয়া, সাংস্কৃতিক সম্পাদক দূর্গা দেব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- নজমুল হক সেলিম, এহতেশামুল হক সাজ্জাদ, শামছুদ্দোহা রুকন- সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ শহীদ বকস।
সদস্যরা হলেন- মবশ্বির মিয়া, সামছুর নূর আজাদ, মো. শাহজাহান খাঁন, গণি মিয়া, বশারত আলী, সাইদুল ইসলাম বাচ্চু, আব্দুল মুকিত, দিগেন্দ্র চন্দ্র সরকার (চঞ্চল), সাদিকুর রহমান, ছাতির মিয়া, টিপু খাঁন, সিরাজুল ইসলাম ছানা, শাহ শাহিদুজ্জামান ছালিক, নকুল চন্দ্র দাশ, আকমল হোসেন, আব্দুর রহমান মনা, মিরফাজ মিয়া, রাজা মিয়া, এম. সোহেল আলম (উত্তরভাগ), জাহেদ আহমদ (ফতেপুর), হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা পরিমল দাশ (ফতেহপুর), আব্দুল মনাফ, লুৎফুর রহমান লেবু, মিজানুর রহমান, নাইওর মিয়া, আছাব আলী, লিয়াকত আলী, আলী নেওয়াজ, মাহমুদ মিয়া, মিছবাহুর রহমান মিছবা, আব্দুল লতিফ, আব্দুর রকিব সুমন, জুনেদ হোসেন কুটি, রেনু মিয়া।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com