১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮
মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি , ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ওজনে কম দেওয়া, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, ঔষধের নির্ধারীত মূল্য কেটে বেশি মূল্যে লেখা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com