রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপ্ত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়ছল আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কামান্ডার সজল চক্রবর্তী, ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়েছ আহমদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নান্নু আহমদ প্রমুখ।
পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন