সেলিম সৈয়দ
এখনো রাত্রির অনেকটা বাকি
আমি পরাজিত হলে রোদ্দুরে যাবো
আর তুমি যদি জিতে যাও আকাশ ছুঁবো।
আর যদি কেউ না হারি, তবে স্বর্গে – রাতে
এখনো রাত্রির অনেকটা বাকি
আর যদি আমি জিতে যাই, আগুনে ঝাপ দেব না
বৃষ্টিতে ভিজতে পারি বা শুকনো রোদ্দুরতো আছেই
ভোরের আলোর আগে রাত্রির অনেকটা বাকি
সেলিম সৈয়দ একজন ফিল্মমেকার, কবি এবং ফাইন আর্টিস্ট ।
বসবাস করেন ইংল্যান্ডে এবং
বর্তমানে ব্যস্ত আছেন
একটা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে ও কন্সেপচুয়াল শিল্প প্রদর্শনী নিয়ে । তিনি
পরিচালক, সেন্সেস মিডিয়া লিমিটেড, ইংল্যান্ড
সংবাদটি শেয়ার করুন