১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭
রাশিয়ার বাজার দখল করেছে চীন । চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি ২০১৭ সালের তৃতীয়ার্ধে পঞ্চম বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে সেখানে । এ তথ্য উঠে এসেছে কাউন্টারপয়েন্ট মার্কেট মনিটর সার্ভিসের করা এক গবেষণায় ।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক এক বিবৃতিতে জানান, রাশিয়ার বাজারে দ্রুতগতিতে বিস্তার লাভ করছে শাওমি। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা পাচ্ছে স্মার্টফোন ব্রান্ডটি।’ রাশিয়ায় বার্ষিকভাবে ৭ শতাংশ স্মার্টফোন বাজারজাত বেড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা সহযোগী মিনাক্ষী শর্মা বলেন, ‘নতুন নতুন চীনা ব্রান্ডের আগমনে রাশিয়ার হ্যান্ডসেট বাজার ২০১৭ সালের তৃতীয়ার্ধে চাঙ্গা হয়ে উঠেছে।
অনলাইনে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে রাশিয়ায় এগিয়ে আছে শাওমি এবং আইফোন। তৃতীয়ার্ধে রাশিয়ায় সবচে বেশি বিক্রি হয়েছে আইফোন। এরপরই স্যামসাংয়ের স্মার্টফোন বেশি বিক্রি হয়েছে। রাশিয়ার ৩২ শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766