গত কয়েকদিন ধরে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাশিয়ার রাজধানী মস্কোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবারও বিরোধীরা বিক্ষোভ করেছেন। দেশটির পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে ও এক হাজারের বেশি জনকে আটক করেছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র ও বিরোধী কিছু নেতাকে নিষিদ্ধ করেছে সরকার। প্রেসিডেন্ট পুতিন সরকারের দাবি, এসব নেতা ব্যালটে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু বিরোধী প্রার্থীরা সরকারের এই দাবি নাকচ করে দিয়েছেন। গতকালের বিক্ষোভে কয়েক হাজার সমর্থক অংশ নেন। দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা টাইম জানায়, ১০৭৪ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com