৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৮
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি’র জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে তাঁর বাসভবনে ও পার্টি কার্যালয়ে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। এসময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশার নেতৃত্বে পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপির নেতৃত্বে জাসদ নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি, নারী মুক্তি সংসদ, জাতীয় শ্রমিক ফেডারেশন, খেতমজুর ইউনিয়ন, জাতীয় কৃষক সমিতি, ছাত্রমৈত্রী, যুব লীগ, যুব মৈত্রী, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, সমাজ সেবা অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর অফিসার্স কল্যাণ সমিতি, সোনার বাংলা হোটেল শ্রমিক ইউনিয়ন, রুপসী বাংলা হোটেল শ্রমিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় দৃষ্টিহীন ছাত্র কল্যাণ সমিতি, সমাজ কল্যাণ পরিষদ, ফিজিও থেরাপী এসোসিয়েশন, কেন্দ্রীয় খেলাঘর আসর, এশিয়ান ওমেন এসোসিয়েশন, রমনা থানা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবী এবং ঢাকা-৮ আসনের সর্বস্তরের জনসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা কমরেড রাশেদ খান মেননের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766