৪ঠা মার্চ ২০২১ ইং | ১৯শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৫
এসবিএন নিউজ: মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মো: অাব্দুল হামিদ আগামীকাল শনিবার ১ দিনের সফরে সিলেট আগমন করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো সিলেট শহরকে নিরাপওার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। অাগামীকাল রাষ্ট্রপতি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (র:) এর মাজার জিয়ারত করার কথা রয়েছে। এই কারণেই অাজ রাত ৮টার মধ্যেই সিলেট শহরের শাহজালাল এলাকা সংলগ্ন ও শহরতলীর শাহপরান গেইট এলাকা থেকে স্থাণীয় লোকজনের সংখ্যা অনেক কম কম দেখা যায়। শহরতলী এলাকার প্রায় দোকানপাট বন্ধ হয়ে যায়। পুরো শাহজালাল ও শাহপরান এলাকায় কয়েক স্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, আগামীকাল শনিবার সকাল ১০টার দিকে রাষ্ট্রপতির সিলেটে পৌছার কথা রয়েছে। যে কারণে পুরো সিলেট শহরকে অধিক নিরাপওার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এ সফর যাতে নির্বিগ্নে হতে পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসন খুবই সজাগ রয়েছে বলে জানান প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766