১৭ই জানুয়ারি ২০২১ ইং | ৩রা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬
এসবিএন ডেস্ক: দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়।
রাষ্ট্রপতি তার ভাষণে সরকারের বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনের দিক-নির্দেশনাও দেন তিনি।
রাষ্ট্রপতি প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখেন। রাষ্ট্রপতির ভাষণ সংসদে গৃহীত হয়। এই ভাষণের ওপর সাধারণ আলোচনা করবেন সংসদ সদস্যরা।
এদিকে রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পরপরই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রবিবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কার্যালয়ে যান। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য ধন্যবাদ জানান।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766