৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৬
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বেশি দিন হয়নি বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন, বিগ বি অমিতাভ বচ্চনকে ভারতের রাষ্ট্রপতির আসনে দেখতে চান তিনি। এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নাকি একই পরিকল্পনা করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ভারতের রাজনীতিবিদ অমর সিং। এ সম্পর্কে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বলিউড তারকা অমিতাভ বচ্চনের নাম প্রস্তাবের পরিকল্পনা করছেন।’
তিনি আরো বলেন, ‘পা সিনেমার সঙ্গে সম্পর্কিত একটি ব্যাপারে আমিই প্রথম অমিতাভ বচ্চনকে নরেন্দ্র মোদির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম (যখন নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন)।
পা সিনেমার বিষয়ে যখন মোদি-বচ্চনের সাক্ষাৎ হয়, এরপরই অমিতাভ বচ্চনকে গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন নরেন্দ্র মোদি।’
অবশ্য, এ বিষয়ে এখনো অমিতাভ বচ্চন এবং নরেন্দ্র মোদির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিগত ২০১২ সালের জুলাই মাস থেকে এ পদে বহাল রয়েছেন তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com