টাইমস নিউজ
রাষ্ট্রিয় স্থাপনায় হামলা , ভাংচুর , অগ্নিসংযোগ বন্ধের আহ্বান করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৭ আগস্ট ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-লুটপাট, হত্যাকাণ্ড ও দখলবাজীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধে রাষ্ট্রীয় প্রশাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। একই সাথে দলের নেতা-কর্মী ও অপরাপর বামপন্থী প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সর্বস্তরের গণমন্ত্রমনা জনগণকে সাথে নিয়ে ¯ে^চ্ছাসেবক টিম গঠন করে লুণ্ঠন, হত্যা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের আহবান জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারী ছাত্রনেতৃবৃন্দ ও সকল বাম-গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এখনও পর্যন্ত অন্তবর্তী সরকার গঠিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, বৈষম্য, বঞ্চনা, দুর্নীতি ও ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন । অন্তবর্তী সরকারের গঠন ও ভ‚মিকা কি হবে তা নিয়ে এখনও পর্যন্ত বাম-প্রগতিশীল রাজনেতিক দলসমূহের সাথে আলোচনা না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস্তবে গত ২ দিন ধরে দেশে কোন সরকার না থাকায় সর্বক্ষেত্রে এক অরাজক ও বিশৃক্সখল পরিস্থিতি বিরাজ করছে। তিনি অবিলম্বে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বাম-গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সামাজিক ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করে ছাত্র গণঅভ্যুত্থানের উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়ন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com