ঢাকা ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


রাস্তায় না নামলে ‘চুড়ি পরিয়ে’দেয়ার হুমকি বিএনপি নেতাদের

redtimes.com,bd
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৮, ০৯:০৫ অপরাহ্ণ
রাস্তায় না নামলে ‘চুড়ি পরিয়ে’দেয়ার হুমকি বিএনপি নেতাদের

।সোমবার নয়া পল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বক্তব্যে এই ঘোষণা দেন তারা।বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতারা বলেন
কেন্দ্রীয় নেতাদের রাজপথে না দেখলে বাড়িতে গিয়ে ‘চুড়ি পরিয়ে’ দেওয়া হবে ।
ঢাকা দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘সাজানো মামলার’ রায়ের দিন আগামী ৮ ফেব্রুয়ারি সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান।

মহানগর নেতারা ৮ ফেব্রুয়ারি সব কেন্দ্রীয় নেতাকে মাঠে নামার দাবি জানান। তারা বলেন, ‘সম্মান রেখে’ বলতে চাই, কেন্দ্রীয় নেতারা যারা সেদিন রাস্তায় নামবেন না, পরদিন তাদের বাসায় গিয়ে ‘চুড়ি পরিয়ে দেওয়া হবে’।

সোহেলও তাদের এই বক্তব্যে সহমত পোষণ করেন।

তিনি মহানগর নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এবার সকলে মাঠে নামার প্রস্তুতি নিন, দেখা হবে রাজপথে। কত শক্তি আছে তাদের, দেখবো আমরা।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালালেও বিভিন্ন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারাও কটাক্ষ করে আসছেন।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভায় বক্তব্যে সরকারের ষড়যন্ত্র রুখতে ‘জনগণের সুনামি’ সৃষ্টি করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল।

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে। সারাটা জীবন আন্দোলন-সংগ্রামের মধ্যে আছি, কখনও সরে যাইনি।আপনারা যারা তরুণ আছেন সময় আপনাদের। পরিবর্তন আপনাদেরই আনতে হবে। পরিবর্তন আনতে হলে আপনাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930