১লা মার্চ ২০২১ ইং | ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
লুনা হাসান
রাহিলা বানু বেশ দিন ধরে বেশ অসুস্থ। প্রায়শই সে এমন থাকে। এ নতুন কিছু না। কথায় আছে না.. নিত্য মরা মাটি দেয় কে?? বিছানায় কাতড়ায়… হাঁটতে গেলে উল্টাইয়া পড়ে । প্রায় রাত ঘুম হীন কাটে। না চাওয়া স্বপ্ন গুলি হানা দেয়। কত অপ্রয়োজনীয়…
অশ্রবনীয় কথা হজম করে যায় রাহিলা বানু।
তারপর ও রাহিলা বানু ভেংগে পরে না। অসীম শক্তি তাকে সাহায্য করে। বারবার উঠে দাঁড়ায়। ডাল পালা যা পায় আঁকড়ে ধরে বাঁচার আশায়। কিন্তু কোন ডাল তার জন্য থাকে না। ভেংগে চুরে চুরমার হয়ে যায়। কিন্তু রাহিলা বানু বিশ্বাস করে…
কোন একদিন একটা শক্ত ডাল ভেসে আসবে তার জন্য। শুধু তার জন্য।
রাহিলা নিজেও বুঝতে পারে না। কেন তাকে সবাই ঠকায় ? সে তো কাউকে ঠকায় না। তবে কেন রাহিলা বানু প্রতিদিন কাঁদে ? কুল কিনারা খুঁজে পায় না।
না রাহিলা হারতে চায় না। জিতবে সে…
একবার কোন একবইতে সে পড়ে ছিল…
তখন অনেক ছোট ছিল….সব মনে নাই।যা মনে আছে তাই সে বলে দিল…
১..মানুষ যা চায় প্রকৃতি তাই করতে সাহায্য করে।
২..কখনো নিজের মন কে হীনমন্যতায় ভুগতে দিতে নাই।
৩..নেতিবাচক কিছু ভাবতে নেই।
৪..কোন কাজ ছোট করে দেখতে নেই।
৫..প্রতিদিন নিজের সাথে কথা বলতে হয়।
জানা দরকার সে কি চায়??
৬.. লক্ষ্য কে বাঁচিয়ে রাখতে হয়।
জীবনে অনেক বার এইকথা তার মনে আসছে। কিন্তু সাহস.. মনের জোর পেতো না। শুধু কান্নাই ছিল তার সম্বল। আজ আর রাহিলা কাঁদে না। কান্না আসে না তার।
দেয়াল তাকে বলে… রাহিলা তুমি শুনছ কি?? আর যে জায়গা নেই.. দেখো তোমার পিঠ দেয়ালে।
হ্যাঁ… রাহিলা তার অধিকার নিয়ে দাঁড়াবে।
ইন শা আল্লাহ।
যাদের জন্য…
গরীব বাবা – মায়ের বিবাহিতা বেকার মেয়ে/ মায়েদের জন্য। ( সবার জন্য প্রযোজ্য না।)
পাখির ডানা।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766