সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপাইনে আজ সিনেট ব্লু -রিবন কমিটির তৃতীয় দফা শুনানি চলছে । এতে অর্থ পাচারে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং এবং উইলিয়াম সো গো’কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিনেট কমিটি।
শারীরিক অসুস্থতার কারণে আরসিবিসি’র জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো এ শুনানিতে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।
তবে এর আগের দু’টি শুনানিতে অংশ নিয়েছিলেন মায়া। এর আগে চীনা ব্যবসায়ী কিম অংয়ের নির্দেশে অর্থ পাচারের এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ফিলিপাইনের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো। কিন্তু এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন কিম অং।
অন্যদিকে আরসিবিসির জুপিটার শাখায় উইলিয়াম সো গো’র মালিকানাধীন প্রতিষ্ঠান সেঞ্চুরিটেক্স ট্রেডিংয়ের অ্যাকাউন্ট থেকেই ৮ কোটি ১০ লাখ ডলার ক্যাসিনোতে পাচার হওয়ার অভিযোগ রয়েছে।
অভিযুক্ত এ ব্যবসায়ীর বিরুদ্ধে সিনেট কমিটির ছাড়াও আলাদা তদন্ত করছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল।
তবে আগের শুনানিতে অর্থ পাচারের এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন উইলিয়াম গো। এর আগে ১৫ ও ১৭ মার্চ সিনেট ব্লু -রিবন কমিটির শুনানি হয়।
সংবাদটি শেয়ার করুন