৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০১৬
এসবিএন ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় চার দেশের অপরাধী চক্র জড়িত বলে জানিয়েছে সিআইডি। এটি একটি ‘আন্তদেশীয় ক্রাইম’ বলেও উল্লেখ করেছে এ ঘটনায় তদন্তের দায়িত্ব পাওয়া বাংলাদেশ পুলিশের এ অপরাধ তদন্ত সংস্থা।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী বলেন, ‘এ ঘটনার সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের ৪টি দেশের অপরাধীচক্র জড়িত।’
শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকে তদন্ত শেষে বিকেলে সাংবাদিকদের এ কথা জানান মির্জা আব্দুল্লাহেল বাকী।
‘তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে’ উল্লেখ করে সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, যুক্তরাষ্ট্র ও শ্রীলংকার সহযোগিতা প্রয়োজন হতে পারে।’
‘অন্য যে ৩টি দেশের লোক জড়িত সেই দেশগুলোতেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
বাংলাদেশসহ ৪ দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই জড়িতদের খুঁজে বের করা সম্ভব বলে মন্তব্য করেন আব্দুল্লাহেল বাকী।
বিষয়টি নিয়ে আগামী রোববার যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের সঙ্গে সিআইডির বৈঠকে বসার কথা রয়েছে।
সম্প্রতি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০৮ কোটি টাকা চুরি হয়েছে। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের ব্যাংকিং খাতে প্রবেশ করেছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।
এ ঘটনার পরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ড. আতিউর রহমান। আর এ পদে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবীর।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com