কামাল চৌধুরী
তোমার স্মৃতিতে কলাভবনের রোদে
এখনো কবিতা রাগী প্রতিবাদী ভাষা
ধূমায়িত চায়ে হারানো জীবন লিখে
জানাতে এসেছি অশ্রু ও ভালোবাসা।
বন্ধুরা আজো বসে আছে জড়ো হয়ে
তোমার চেয়ারে সুগভীর শূন্যতা
কবিতা তোমাকে দিয়ে গেছে মহাকাল
বাতাসে উড়ছে বিদ্রোহী ঝরাপাতা।
স্মৃতির ভেতরে বহু কোলাহল জাগে
রাতজাগা এক শহর দাঁড়ায় পাশে
ধাবমান এই নীরবতা ভেঙে দেখি
সাহসী কবিতা আমাদের ইতিহাসে
এখনও হাঁটছে, এই উপকূলে তুমি
বদ্বীপের ক্রোধে লিখেছ হাড়ের ঘর
জোছনা ও চাঁদ, অভিমান, খেয়াতরী,
স্বদেশ তোমার কবিতার অন্তর।
২০/৬/২০২৩
সংবাদটি শেয়ার করুন