১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
সুমন বনিক
দেখতে দেখতে আমার ছেলেটি
পুরুষ হয়ে উঠছে
টের পাইনি,
সময় এসে কখন যে
খোলস পাল্টে দিয়ে যায় !
পুরুষেরা হয়ে পড়ে শিশু
আর শিশুরা হয়ে ওঠে পুরুষ ।
বহতা নদী হাঁটতে হাঁটতে
সাগর হয়ে যায়
মেঘ সরে সরে
আকাশ ডানা মেলে;
বদলে যায় মানুষের অবয়ব ।
উঠোনের কোণায় একদিন–
কামিনীফুলের একটি চারা লাগিয়েছিলাম
আদর-যত্নে আজ ওটা হৃষ্টপুষ্ট
ওর পাতায়-পাতায় ভালোবাসা দানা বেঁধেছে
ফুলের সুবাসে হৃদয় জুড়ে কেবলই মুগ্ধতা
সুঘ্রাণে ঘরদোরে বইছে আলোর আফাল ।
সময়ের কাছে হরদম শিখছি
ভালোবাসার গুনিতক নামতা ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766