এসবিএন: সিলেট-৩ আসনের এমপি, প্যানেল স্পীকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা বিভিন্ন সময় দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসেন। বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে প্রবাসীদের অবদান অস্বীকার্য। প্রবাসীরা সরকারের পাশাপাশি দেশের শিক্ষা, স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের এ সকল কার্যক্রম প্রশংসার দাবী রাখে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৪ ফেব্রুয়ারী রোববার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রেঙ্গা হাজিগঞ্জ ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রেঙ্গা হাজিগঞ্জ ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের চেয়ারম্যান স্বপন আহমদ এর সভাপতিত্বে ও সদস্য আব্দুল মোমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মুজিদ লাল মিয়া, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউকে ট্রাস্টের সদস্য নিজাম উদ্দিন, রুবেল আহমদ, মজনু মিয়া, রেঙ্গা হাজীগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিনয় কৃষ্ণ তালুকদার, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, সমাজসেবী দেলওয়ার হোসেন, জোনাব আলী, চেরাগ আলী, আব্দুল খালিক, নুরুল ইসলাম, ব্যবসায়ী রোটারিয়ান ফায়েক আহমদ শিবু, নুরুল ইসলাম মানিক মেম্বার, সেলিম আহমদ মেম্বার, আব্দুল মুতলিব মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানর মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ কর্নেল, আলী হোসেন, আব্দুল মোনায়েম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য জাহিদুল ইসলাম দ্বারা, শিহাব উদ্দিন সাহাব, আব্দুল মোমিন, সুরঞ্জিত চন্দ্র দাশ, আলী আহমদ রাজু, মতিউর রহমান মতি, শামিম আহমদ, ছানু মিয়া, যুবনেতা হাসান আহমদ, ছাত্রনেতা আলী হোসেন, জাবেদ আহমদ, নন্দন পাল প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন