ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক রুমানার নেপাল গমন

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ণ
রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক রুমানার নেপাল গমন

স’লিপকঃ

 

কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ এফ এম ৯৯.২ মৌলভীবাজার এর অনুষ্ঠান প্রযোজক আয়শা আক্তার রুমানা এফকে নরওয়ের ফেলো হিসেবে এক বছরের জন্য নেপাল গমন করেছেন।

 

শুক্রবার (১৭ ফ্রেবুয়ারী) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুমানাকে বিদায় জানান রেডিও পল্লীকণ্ঠ এফ এম ৯৯.২ মৌলভীবাজার পরিবারের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। তারা রুমানার সুস্থ্যতা, দীর্ঘায়ু এবং যে লক্ষ্যে তিনি নেপাল গমন করছেন তা সফলভাবে সম্পন্ন করে, সুন্দরভাবে দেশে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

 

স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কমিউনিটি শিখন অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার এর মাধ্যমে উক্ত কমিউনিটিতে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এ ফেলোশিপের লক্ষ্য বলে জানা গেছে।

 

বিদায় বেলায় আয়শা আক্তার রুমানা দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, এফকে নরওয়ের একচেঞ্জ প্রোগ্রামের ফেলোশীপ নিয়ে এক বছরের জন্য বাংলাদেশ ও রেডিও পল্লীকণ্ঠের হয়ে আমি নেপাল যাচ্ছি। আমি যে কাজে দেশত্যাগ করছি তা যেন সফল হয় এবং ভালোভাবে যেনো আবার দেশে ফিরে আসতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031