রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, এবারের ঈদুল আজহায় ট্রেন যাত্রায় মানুষের কোনো ভোগান্তি নেই।
শুক্রবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় অবস্থিত রাজবাড়ী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে গোয়ালন্দ পৌরসভার আয়োজনে ১০ হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ কার্যক্রম শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, গত ঈদের মতো এবারও মানুষ নিরাপদে তাদের গন্তব্য পৌঁছাতে পারবে। এবার ঈদে ৩০টি ক্যাটল ট্রেনের মাধ্যমে আমরা গবাদিপশু পাঠানোর ব্যবস্থা করছি।
জিল্লুল হাকিম বলেন, গোয়ালন্দ হতে বন্ধ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বগি ম্যানেজ করে আগামী ৪-৫ মাসের মধ্যে একটা নতুন ট্রেন চালু করা হবে। সেটা গোয়ালন্দ ঘাট হতে পোড়াদহ অথবা দর্শনা পর্যন্ত হতে পারে। এছাড়া গোয়ালন্দের বন্ধ রেল স্টেশনগুলো লোকবল নিয়োগ করে খুব তাড়াতাড়ি চালুর ব্যবস্থা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্পব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com