২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৬
এসবিএন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও রেললাইন উপড়ে ফেলার ঘটনায় ১২০০ জনকে আসামি (অজ্ঞাত) করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনমাস্টার মহিদুর রহমান বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।
এ বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর সাত্তার জানান, মঙ্গবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা এ সময় স্টেশনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া তারা রেললাইনের ফিশপ্লেট খুলে লাইন উপড়ে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। স্টেশনমাস্টারকেও মারধর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনমাস্টার মো. মহিদুর রহমান বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় ১২০০ জনকে আসামি (অজ্ঞাত) করে মামলা করেছে।
ওসি আব্দুর সাত্তার আরো জানান, মামলাটি তদন্ত করতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com