২১শে জানুয়ারি ২০২১ ইং | ৭ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫
এসবিএন ডেস্ক:
ফ্রান্সে এখন থেকে মডেলদের স্বাস্থ্য এ ধরনের পেশা অব্যাহত রাখার উপযুক্ত- এই মর্মে চিকিৎসকের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। প্রতিনিধিত্বশীল আলোকচিত্র: রয়টার্স
রোগা মডেলদের নিষিদ্ধের ব্যাপারে আইন প্রণয়নকারী প্রথম দেশ ফ্রান্স নয়। ইতালি, স্পেন এবং ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই এ ব্যাপারে আইন করেছে।
‘অতি হালকা-পাতলা’ অর্থাৎ রোগা ফ্যাশন মডেলদের উপস্থাপন নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছেন ফরাসি আইনপ্রণেতারা।
এখন থেকে মডেলদের স্বাস্থ্য “এ ধরনের পেশা অব্যাহত রাখার উপযুক্ত” এই মর্মে চিকিৎসকের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে বলে বিবিসি জানিয়েছে।
চাকরিদাতা যিনি এই আইন ভঙ্গ করবেন তাকে সর্বোচ্চ ছয়মাসের কারাদণ্ড এবং ৮১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে।
বিলটির পূর্ববর্তী সংস্করণে মডেলদের ন্যূনতম স্বাস্থ্যের (বিএমআই) মাত্রা নির্ধারণ করে দেয়া হলে ফ্রান্সের মডেলিং সংস্থাগুলো প্রতিবাদ জানায়।
বৃহস্পতিবার যে চূড়ান্ত খসড়া বিল অনুমোদিত হয় তাতে চিকিৎসকদের ওপরই বিষয়টি নির্ধারণের দায়িত্ব দেয়া হয়। চিকিৎসকই নিশ্চিত করবেন একজন মডেল তার ওজন, বয়স এবং শারীরিক গড়নে অতি হালকা-পাতলা কিনা।
গৃহীত বিলে আরও বলা হয়েছে, মডেলদের ব্যবহৃত ডিজিটাল ছবিতে আলো বাড়ানো-কমানো কিংবা গড়নে তারতম্য ঘটানো হলে সেই ছবির ক্ষেত্রে তা উল্লেখ করে দিতে হবে।
রোগা মডেলদের নিষিদ্ধের ব্যাপারে আইন প্রণয়নকারী প্রথম দেশ ফ্রান্স নয়। ইতালি, স্পেন এবং ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই এ ব্যাপারে আইন করেছে।
ফ্রান্সে ৩০ থেকে ৪০ হাজার মানুষ অ্যানোরেক্সিয়া (খেতে না চাওয়া) সমস্যায় ভোগে। এদের মধ্যে ৯০ ভাগই নারী।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766