রোববার থেকে নতুন কর্মসূচি আসছে বিএনপির । মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন
খালেদা জিয়ার মুক্তি দাবিতে আন্দোলনরত দলটির আগামী তিন দিন কোনো কর্মসূচি নেই।
বুধবার রাতে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কোনো কর্মসূচি নেই। আগামীকাল আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। এরপর থেকে নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুরনো ভবনে রাখা হয়েছে তাকে।
খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তার মুক্তি দাবিতে দুই দিন সারাদেশে বিক্ষোভ করে বিএনপির। এরপর তারা টানা তিনদিনের কর্মসূচি দিয়েছিল, যা বুধবার অনশনের মধ্য দিয়ে শেষ হয়।
তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার দেশব্যাপী মানববন্ধন এবং মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
এদিকে খালেদা জিয়ার রায়ের সত্যায়িত কপি না পাওয়া যাওয়ায় এখনও আদালতে তার জামিন আবেদন হয়নি।
সংবাদটি শেয়ার করুন