তাফহীমুল আনাম আরিয়ান:
কক্সবাজারের টেকনাফে লেদা থেকে অপহৃত শিশু সূর্য (৮)কে রোহিঙ্গা সন্ত্রাসীদের কবল থেকে দুই দিন পর মুক্তিপণ ছাড়া উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের শিকার মোহাম্মদ হোছন সূর্য (৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল হালিম।
তিনি জানান, অপহৃত শিশু মোহাম্মদ হোছন সূর্য্য (০৮)গত ৪ জুন লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে অপহরনের শিকার হয়।অপহরনকারীরা তার মা-বাবাকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।ওইদিন অপহ্নত শিশুর বাবা সুলতান আহমদ টেকনাফ থানায় নিখোঁজ ডায়রী লিপিবদ্ধ করেন।
এরপর থেকে টেকনাফ থানা পুলিশ ভিকটিমের পরিবারকে সাথে নিয়ে শিশুটি উদ্ধারে অভিযানে যায়।পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহীন পাহাড়সহ বিভিন্ন জায়গায় তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। পুলিশী তৎপরতা ও সাড়াশি অভিযানের কারনে অপহরনকারীরা
মঙ্গলবার ( ৬ জুন) রাত সাড়ে ৮ টার দিকে লেদা সড়কে অপহৃত শিশু মোহাম্মদ হোছন সূর্য্য (০৮)কে আহত অবস্থায় রেখে যায়। পুলিশ শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়৷
ওসি আবদুল হালিম জানান, পুলিশের সাড়াশি অভিযানে অপহরণকারীরা শিশুটিকে সড়কের উপর ফেলে চলে যায়। রোহিঙ্গা ও স্থানীয় সন্ত্রাসীরা মিলে শিশুটিকে অপহরণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অপহরণকারী চক্রকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি।
সংবাদটি শেয়ার করুন