ঢাকা ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু

redtimes.com,bd
প্রকাশিত জানুয়ারি ১১, ২০১৮, ১২:০৬ অপরাহ্ণ
র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু ।সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে এই ঘটনা ।

র‌্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় শরণখোলা রেঞ্জের সুখপাড়ারচর এলাকায় এই গোলাগুলি হয়।

নিহতরা সবাই জলদস্যু সুমন বাহিনীর সক্রিয় সদস্য বলে জানালেও র‌্যাব তাদের পরিচয় দেয়নি।

র‌্যাব কর্মকর্তা সোহেল রানা জানান , সুমন বাহিনীর সদস্যরা সুখপাড়ারচর এলাকায় অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

তারা র‌্যাবে দিকে গুলিবর্ষণ শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ৪০ মিনিট গোলাগুলির পর দস্যুরা পিছু হটে বনের গহিনে চলে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

পরে জেলেরা তাদের সুমন বাহিনীর সদস্য বলে শনাক্ত করেন জানিয়ে তিনি বলেন, “সুমন নামে এক যুবক নিজ নামে বাহিনী গড়ে তুলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।”

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একনলা দুটি বন্দুক, একটি কাটা রাইফেল, একটি পাইপগান ও ৩৯টি গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930