সিলেট বাংলা নিউজঃ ১০ এপ্রিল ২০১৬ইং তারিখ ৫ ঘটিকার সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর এস এ এম ফখরুল ইসলাম খানের নেতৃত্বে সিলেট জেলার মোগলাবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বন্দরঘাট গ্রামের দেলোয়ার হোসেনের বসত বাড়ির ঘর থেকে ৩৫ বোতল জেনোসিডিলসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা যথাক্রমে মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু (৪৫), গ্রাম- বন্দরঘাট, থানা- মোগলাবাজার ও মো. ফরহাদ মিয়া (৩৫), গ্রাম- বন্দরঘাট, থানা- মোগলাবাজার উভয়েই সিলেট জেলার বাসিন্দা।
আসামীদ্বয় সম্পর্কে শ্যালক ও দুলাভাই, তারা দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে অন্যান্যদের সহযোগিতায় মাদক ব্যাবসা করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন