ঢাকা ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ৫ কোটি টাকার ক্ষতি

abdul
প্রকাশিত মার্চ ২৩, ২০১৬, ০৮:২০ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ৫ কোটি টাকার ক্ষতি

এসবিএন ডেস্কঃ লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।

বুধবার (২৩ মার্চ) ভোররাতে লক্ষ্মীপুর শহরের চকবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুন নেভাতে গিয়ে আলমান নামের ১ ফায়ার সার্ভিস কর্মী আহত হন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের চকবাজার ও পুরাতন আদালত সড়কের একটি মোবাইল দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে দোকানগুলোতে আগুন ছাড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী ঘোষ মিষ্টান্ন ভান্ডারে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে।

এ সময় বাজারের নাইটগার্ড স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে বলে মাইকে বাজারে আগুন লাগার ঘোষণা দিলে চর্তুদিক থেকে লোকজন ছুটে এসে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ২টি ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে প্রায় ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ফলে প্রায় ২৫টি দোকান সম্পূর্ণ ও ৫টি দোকান আংশিক ভস্মীভূত হয়।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930