আজিজুল ইসলাম রিয়াদঃ
লতিফিয়া ক্বারী সোসাইটি মৌলভীবাজার সদর উপজেলার কাউন্সিল শনিবার (০৩জুন) দুপুরে টাউন কামিল মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন লতিফি হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বিশেষ নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অফিস সহকারী মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি ও লতিফিয়া ক্বারী সোসাইটি সদর উপজেলার উপদেষ্টা মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম, উপদেষ্টা একলাছুর রহমান, সোসাইটির সভাপতি মাওলানা মোঃ আব্দুস সোবহান জিহাদী, জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলাম, জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির আহমদ প্রমূখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা মুফতি রুহুল আমিন কে সভাপতি, মাওলানা শফিকুল আলম সাধারণ সম্পাদক ও মাওলানা সিরাজুল ইসলাম মাসুক কে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাওলানা মো: ওহিদুজ্জামান আহমদ তালুকদার, সহ সাধারণ সম্পাদক মাওলানা এম. ফয়জুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মোঃ মাহমুদুর রহমান, অফিস সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ মাওলানা মো: মোস্তাফিজুর রহমান বকুল, সদস্য মাওলানা তাজ উদ্দিন হেলালী, মাওলানা আজাদুর রহমান, মাওলানা জসিম উদ্দিন যুক্তিবাদী,হাফিজ লুৎফুর রহমান, তারেক আহমদ,হাফিজ আব্দুল আহাদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা কামরুল হাসান, মাওলানা লোকমান খান নবীন, মাওলানা জামাল আহমদ, মাওলানা রাজন আহমদ, মাওলানা শাহ শরীফ আহমদ, মাওলানা সুহেল আহমদ,হাফিজ মাসুম আহমদ, মাওলানা হেলাল উদ্দিন, মো: আতিকুর রহমান সাহেল, মাওলানা ময়নুল ইসলাম, ক্বারী সোহানুর রহমান, মাওলানা সৈয়দ সেলিম আহমদ উসমানী, ক্বারী শাহাব উদ্দীন, ক্বারী সাহেদ আহমদ, মাওলানা হেলাল উদ্দিন, ক্বারী মুসলিম উদ্দীন, হাফিজ আব্দুল ওয়াহিদ, মাওলানা বেলাল উদ্দিন কামরান ও মো: শামসুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন