এসবিএন স্পোর্টস নিউজ: বেঙ্গল ড্রাগনস্ এএফসি লন্ডন এর কর্মকর্তা ও খেলোয়াড়গণ ২৮ ফেব্রুয়ারী রবিবার সিলেট জেলা স্টেডিয়ামে আগমন হেতু তাঁদের সম্মানার্থে সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ছোট পরিসরে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেঙ্গল ড্রাগনস্ এএফসি লন্ডন এর চেয়ারম্যান আনা মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এমএ সাত্তার ও ক্রীড়া সংগঠক বাবুল মিয়া এবং বেঙ্গল ড্রাগনস্ এএফসি লন্ডন এর কর্মকর্তা ও খেলোয়াড়গণ।
অনুষ্ঠানে বেঙ্গল ড্রাগনস্ এএফসি লন্ডন-কে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন