ঢাকা ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


লন্ডনের হাউজ অব কমন্সের সামনে এবং আলতাব আলী পার্কে জাতীয় সংগীত

redtimes.com,bd
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ণ
লন্ডনের হাউজ অব কমন্সের সামনে এবং আলতাব আলী পার্কে জাতীয় সংগীত

 

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ,
বাংলাদেশে ড. ইউনুছের নেতৃত্বে অন্তরবর্তি কালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশব্যাপী বেছে বেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের হত্যা, বাড়ীঘর ব্যবসা-প্রতিষ্টানে লুটপাট, প্রজাতন্ত্রের কর্মচারীদের জোরপূর্ব পদত্যাগে বাধ্যকরা, মন্দির গির্জায় হামলা ও পীর আউলিয়াদের মাজার গুড়িয়ে দেয়া, চাঁদাবাজি, নিরিহদের বাড়ীঘর দখল হিন্দু ও গণহারে মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামীলীগ বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিশ্ববাসীকে অবহিত করতে ৯ সেপ্টম্বর ২০২৪ সোমবার দুপুর ২টায় হাউজ অব কমন্সের সামনে একপ্রতিবাদ সমাবেশের আয়োজন করে।সকাল থেকেই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে শত শত নারীপুরুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন তথাকথিত ‘কোটা আন্দোলনের’ নেপথ্যে থেকে দেশদ্রোহী গুষ্টি তাদের আন্তর্জাতিক মোড়লদের সহযোগিতায় উন্নয়নশীল বাংলাদেশকে আজ ধ্বংসের তলানিতে নিয়ে গেছে। আমরা সবসময়ই বলে এসেছি এটা কোটা আন্দোলন নয় – ক্ষমতা দখলের দুরভিসন্ধি। গণতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি নিধনে তারা মামলা-হামলা আর হত্যায় বেপরোয়া হয়ে উঠেছে। অর্থনৈতিকভাবে দেশ আজ প্রায় দেউলিয়া। দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে এখন মুক্তিযুদ্ধের পক্ষের সকল দেশপ্রেমিক মানুষকে এক কাতারে দাঁড়াতে হবে। সমাবেশে বক্তারা বলেন একটি গোষ্টী এই সরকারের কাঁধে ভর করে সংবিধান ও জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। যারা এমনটি চাইছে এরা আমাদের মহানমুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এছাড়া ওয়াহাবীরা বাংলাদেশের জাতীয় সংগিত পরিবর্তন করে সম্প্রীতির বাংলাদেশে খেলাফত রাষ্ট্র পতিষ্টা করতে চাইছে। আমরা ব্রিটিশ সরকার সহ বিশ্ববাসীর হস্তক্ষেপ কামনা করছি।
এই সমাবেশ থেকে আমরা গণতান্ত্রিক বিশ্বকে আমাদের প্রিয় মাতৃভূমির প্রকৃত অবস্থা অবহিত করছি। সমাবেশ স্থলে হাজারো কণ্ঠে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালাল উদ্দিন, হরমুজ আলী, নইমুদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, রবিন পাল, আ.স.ম. মিসবাহ, সৈয়দ ছুরুক আলী, আনসারুল হক, মেহের নিগার চৌধুরী, আনজুমান আরা আঞ্জু প্রমুখ।এছাড়া পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে হাজারো বাঙ্গালী নারী-পুরুষ সমবেত কণ্ঠে গাইলেন জাতীয় সঙ্গীত ‘‘আমার সোনার বাংলা আমি তুমায় ভালবাসি‘‘। সম্প্রিতির কনসার্ট শিরোনামে নারী সমাজের আয়োজনে একই দিনে সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে ব্রিটেনের বিভিন্ন প্রান্থ থেকে হাজারও বাঙ্গালী সমবেত হন পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে। ব্রিটেনের স্বনামখ্যাত কণ্ঠ শিল্পি হিমাংসু গোস্বামী, গৌরি চৌধুরী, উর্মি মাজহার, শাহ রুমি হক, শাহনাজ সুমি, পুষ্পিতা গুপ্তা ও অজয়ন্তা দেবরায় ও শর্শিলী চৌধুরীর নেতৃত্বে হাজারও মানুষের সমবেত কণ্টে ব্রিটেনের মাটিতে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এসময় লন্ডনের আলতাব আলী পার্ক পরিনত হয় এক মিনি বাংলাদেশে। সমবেত কণ্টে জাতীয় সঙ্গীত শেষে আগতরা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও সংবিধান রক্ষার শপথ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031