ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ণ
লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত
মকিস মনসুর,

গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি ন্যাশনালের বৃটেনের মাটিতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে “যিনি সমগ্র সৃষ্টিজগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি, যিনি মহত্তম আদর্শের অধিকারী, যিনি সমগ্র মানবজাতির জন্য শ্রেষ্ঠতম পথিকৃৎ, যিনি স্রষ্টা ও পালনকর্তা মহাণ আল্লাহু রাব্বুল আলামিনের প্রিয়তম রাসুল, পিয়ারা হাবিব, বিশ্ব সভ্যতায় যাঁর অবদান সর্বাধিক, যিনি সমগ্র বিশ্বমানবের কল্যাণের জন্য প্রেরিত, বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনবার্ষিকী পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে ইংল্যান্ডের রাজধানী সেন্ট্রাল লন্ডনের দ্যা এট্রিয়াম কনফারেন্স হলে গত  রবিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে গ্রান্ড মিলাদুন্নবী কনফারেন্স।

আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট আল্লামা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গ্রান্ড কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের প্রখ্যাত বুযুর্গ, সিনিয়র উলামা কাউন্সিল দুবাই -এর অন্যতম সদস্য, শায়েখ ডক্টর আব্দুল হাকিম বিন মুহাম্মদ আল আনিস।

আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী এবং মাওলানা খায়রুল হুদা খান এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাতিফিয়া উলামা সোসাইটির প্রেসিডেন্ট মাওলানা শিহাব উদ্দিন,আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, লাতিফিয়া কারী সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান, বৃটিশ মুসলিম স্কুল বার্মিংহাম এর প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, দারুল হাদীস লাতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, মুসলিম শারিয়াহ কাউন্সিল ইউকের এক্সিকিউটিভ সেক্রেটারি মাওলানা মুফতি মারুফ আহমদ ও সাউথ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ  সহ বিভিন্ন ডিভিশনের ও শাখার প্রমুখ নেতৃবৃন্দ।

বৃটেন থেকে সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান, গ্রান্ড কনফারেন্সে ইউকের বিভিন্ন শহর থেকে আনজুমানে আল ইসলাহর নেতা-কর্মী, উলামায়ে কিরামসহ বিপুল সংখ্যক নবী প্রেমিক মুসলিম জনতা উপস্থিত হন। গ্রান্ড ঈদে মীলাদুন্নবী (সা.) কনফারেন্স উপলক্ষে রাসূলে পাক (সা.) এর উপর দশ মিলিয়ন দুরুদ পাঠের উদ্যোগ নেওয়া হয় এবং এতে ব্যাপক সাড়া মিলে।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট হাফিজ কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদুল হক, দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক মাওলানা এমএ আউয়াল হেলাল, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম, আলহাজ বদরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।।

প্রেস বিজ্ঞপ্তির পক্ষে ;

মোহাম্মদ মকিস মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক,

আনজুমানে আল ইসলাহ ইউকেরসা,উথ ওয়েলস ডিভিশন,

১৭ ই সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি,

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031