ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


লন্ডনে আনন্দ ও উৎসবে দ্বাদশ বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত

redtimes.com,bd
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৮:২৪ অপরাহ্ণ

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

বিলেতের বাংলা সাহিত্য ও সংস্কৃতি কর্মকাণ্ডে নিয়োজিত সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সেতুবন্ধন রচনা করে এই বহুজাতিক সমাজে বাংলা সাহিত্য ও সাংস্কৃতির প্রচার ও প্রসারকে আরো বেগবান করতে ২০০৯ সালে গঠিত হয় সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ । প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় ২০১০ সালের ১১-১২ ও ১৩ জুলাই পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে আয়োজন করা হয় তিন দিনব্যাপী প্রথম বাংলা একাডেমি বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। তখন থেকে শুরু হয় লন্ডনে বই মেলার । তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের দ্বাদশ বাংলাদেশ বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ১৪ সেপ্টেম্বর বিকাল
৩ টায় মাইল এন্ড পার্ক এর দ্য আর্ট প্যাভিলিয়ন সেন্টারে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস এর স্পিকার সাইফ উদ্দিন খালেদ, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি শামিমা আজাদ সহ লন্ডনের এবং অন্যান্য দেশের বিশিষ্ট লেখক , সাংবাদিক, গুণীজনরা । বক্তারা বলেন, বইমেলা একটি জাতির কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেই জাতিকে করে সম্মানিত। নানান প্রতিকূলতার মুখে বিদেশের মাটিতে যারা এ আয়োজন করেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। কারণ তারা মহতী কাজের সাথে লিপ্ত আছেন। এবারের মেলায় মোট ১২ টি বইয়ের স্টল রয়েছে । এখানে সব বয়সের মানুষের সমাগম ঘটেছে । কেউ বই কিনছেন ,কেউ নাচ দেখছেন, কেউ বা কবিতা আবৃত্তি শুনছেন, কেউবা আবার স্বরচিত কবিতা পাঠ করছেন । সব মিলিয়ে মেলা একটি উৎসবে পরিণত হয়েছে ।এই মেলা ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই দিন থাকবে। মেলার মধ্যে থাকবে আলোচনা পর্ব ,কমিটি পরিচিতি ,তৃতীয় বাংলা ‘র মোড়ক উম্মাচন , সাহিত্য সম্মাননা পদক প্রদান , নিত্য, কবিতা আবৃত্তি, সেমিনার, বইমেলা উপলক্ষে প্রকাশিত নতুন বইয়ের উম্মেচন , কবি পরিচিতি ও স্বরচিত কবিতা পাঠ ,নতুন প্রজন্মের অনুষ্ঠান , পয়েট্রি ইন আদার ল্যাংগুয়েজ, প্রকাশকদের সাথে মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান ইত্যাদি । প্রতিবছরের মত এবারের সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য সাহিত্য পদক লাভ করেন ফারুক আহমেদ রনি। এই পদক প্রাপ্তিতে তিনি জানান , এটি তার কাজের স্বীকৃতি এবং তিনি এই সম্মানের জন্য সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন এইরকম সম্মান জানালে গুণীজনের সৃষ্টি হবে সমাজে। সংগঠনের সভাপতি মইনুর রহমান বাবুল জানান, এবারের বইমেলায় তারা বিভিন্ন বয়সের মানুষের সাড়া পেয়েছেন এবং সবাই অংশগ্রহণ করছেন । মানুষের বিশাল উপস্থিতি জানান দিবে এই মেলার সার্থকতার । সাধারণ সম্পাদক একেএম আব্দুল্লাহ জানান , এবারের বইমেলায় প্রকাশক এবং বই ক্রেতার উপস্থিতি অনেক ভালো হবে তিনি আশা করছেন এবং উনাদের সব রকমের প্রস্তুতি আছে । এই মেলায় সবাই অংশগ্রহণের জন্য তিনি আহ্বান জানান। এই মেলার মাধ্যমে বাঙালি সংস্কৃতির বিকাশ ও প্রসার লাভ করবে এই প্রত্যাশা করেন এদেশের সাধারণ ব্রিটিশ বাঙালিরা ।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031