এসবিএন ডেস্ক: পূর্ব লন্ডনের একটি টিউব স্টেশনে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। খবর বিবিসি বাংলা। লেটনস্টোনে যাত্রীদের লক্ষ্য করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায়।
রোববার সকালে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের পুলিশ পূর্ব লন্ডনের টিউব স্টেশনে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। একজন ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করলে তিন জন যাত্রী আহত হন যাদের মধ্যে এক জনের অবস্থা গুরুত্বর ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারী সে সময় চিৎকার করে বলতে থাকে ‘ এটা সিরিয়ার জন্য”। এর কিছু সময় পরেই পুলিশের কাছে একটি ফোন আসে এবং সোয়া ৭টায় পুলিশ তাকে আটক করে
কাউন্টার টেরোরিজম ইউনিটের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলছেন “ আমরা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সর্তক থাকার আহ্বান জানাচ্ছি”।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com