লন্ডনে নওয়াব আলীর সাথে মতবিনিময় ও লিটল ম্যাগ স্ব-চিন্তার মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

লন্ডনে নওয়াব আলীর সাথে মতবিনিময় ও লিটল ম্যাগ স্ব-চিন্তার মোড়ক উন্মোচন
বিশেষ প্রতিনিধিঃ
সিলেটের বাসিয়া প্রকাশনীর কর্নধার নওয়াব আলীর সাথে মতবিনিময় সভা ও লিটল ম্যাগ স্ব-চিন্তার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
দি সোসাইটি অব বাঙালী রাইটার্স ইউকের উদ্যোগে রবিবার (২৯ জানুয়ারী) পূর্ব লণ্ডনের লণ্ডন বাংলা প্রেসক্লাব অফিসে সিলেট থেকে আগত বাসিয়া প্রকাশনীর কর্নধার জনাব নওয়াব আলীর সাথে এক মত বিনিময় সভা ও সৈয়দ মাসুম সম্পাদিত স্ব-চিন্তা লিটল ম্যাগের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্ব-চিন্তা ম্যাগের উপদেষ্টা কে এম জিল্লুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক আলাউর রহমান শাহীনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি নুরুজ্জামান মনি, বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, লেখক ও গবেষক ফারুক আহমদ, সাবেক স্পীকার আহবাব হোসেন।
সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জনপ্রিয় সংবাদ পাঠিকা ডাঃ জাকি রিজওয়ানা আনোয়ার, সাংবাদিক ফারুক যোশী, কবি মইনুর রহমান বাবুল, কবি এ কে আব্দুল্লাহ, কবি সৈয়দ ইকবাল, স্ব-চিন্তার সম্পাদক সৈয়দ মাসুম, নির্বাহী সম্পাদক সৈয়দ সুহেল আহমদ, কবি হামিদ মোহাম্মদ, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, অধ্যক্ষ ফখর চৌধুরী, সাংবাদিক ইমরান আহমদ, সাংবাদিক শাহনাজ সুলতানা, সাংবাদিক পলি রহমান প্রমুখ।
সভায় বক্তারা স্ব-চিন্তা ম্যাগ এর উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং চলতি সংখ্যা ম্যাগাজিনকে উন্নতমানের একটি প্রকাশনা হিসাবে মন্তব্য করেন।
স্ব-চিন্তার সম্পাদক সৈয়দ মাসুম ও সভার সভাপতি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। বাসিয়া প্রকাশনী এ লিটল ম্যাগ প্রকাশনার দায়িত্ব নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় বক্তারা বাসিয়া প্রকাশনীর স্বত্তাধিকারী ও লেখক নওয়াব আলীকে প্রকাশনার জগতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রবাসী কবি সাহিত্যিকদের বই প্রকাশে সক্রিয় সহযোগিতা কামনা করেন।

লাইভ রেডিও

Calendar

March 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031